নিউজ ডেস্ক: রাজধানীর হাইকোর্ট এলাকায় ড্রামের ভেতর থেকে খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করা গেছে। হাতের আঙুলের ছাপ থেকে জানা গেছে, মৃতের নাম আশরাফুল হক। তার বাড়ি রংপুরের শ্যামপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে মরদেহসহ একটি নীল রঙের ছোট ড্রাম উদ্ধার করা হয়। ড্রামের ভেতর মরদেহটি খণ্ড-বিখণ্ড অবস্থায় ছিল।
এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যা নাগাদ ড্রাম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর ড্রাম খোলার পর মরদেহটি দেখা যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী এবং সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ সময় সিআইডি ঘটনাস্থল থেকে নানা আলামত সংগ্রহ করে। পরে মরদেহটির হাতের আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ, অন্যটিতে চাল পাওয়া গেছে। লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে, তবে অসংখ্য টুকরা হয়ে গেছে।’