দিনাজপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরে শুভেচ্ছা আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর জেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এ শুভেচ্ছা আনন্দ মিছিল হয়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এই বিশাল মিছিলের নেতৃত্ব দেন।
মিছিলটি দিনাজপুর জেলা বিএনপির অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তৃতাবলেন, 'দীর্ঘদিন পর তারেক রহমান দেশে আসায় তিনি দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে আনবেন। এসময় তারা তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করা হয়।