আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

দেশকে কিলিং মিশনে পরিণত করেছিল হাসিনা: মাহমুদুর রহমান

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, রাত ০৯:২৬

Advertisement

নিউজ ডেস্ক: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, "আমরা শহীদদের কখনো ভুলবো না, তারা আমাদের কাছে পরম শ্রদ্ধার। যারা শহীদ হয়েছেন, তারা শুধু নিজেদের জীবনের নিরাপত্তা বা সম্মান জন্য জীবন দেননি, তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আজকে যারা সম্মানিত হচ্ছেন, তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন এই দেশের জন্য, এই মানুষের জন্য। শহীদরা জীবনের সর্বস্ব দিয়ে আমাদের মুক্তির জন্য প্রাণ দিয়েছেন। তাদের অবদান আমরা কোনদিন ভুলে যাবো না।"

মাহমুদুর রহমান বলেন, "ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা কেবল নিজে হত্যার জন্য দায়ী নন, তিনি একটি বিশাল হত্যার মেশিন তৈরি করেছিলেন। শহীদ ইঞ্জিনিয়ারদের অনুষ্ঠানে এসে আমি গর্ববোধ করছি যে, শহীদ আবরারের মতো একজন শিক্ষার্থী ছিলেন। আমরা শেখ হাসিনার তৈরি করা এই কিলিং মেশিনের প্রতিটি অংশ খুঁজে বের করবো এবং তাদের বিচারের মুখোমুখি করতে বাধ্য করবো।"

 

তিনি আরও বলেন, "আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো, কোন সরকার আসুক না কেন, শহীদদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।"

 

মাহমুদুর রহমান তার বক্তব্যের শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন। তিনি বলেন, "বাংলাদেশ জিন্দাবাদ, জুলাই শহীদরা দীর্ঘজীবী হোক।"

মন্তব্য করুন


Link copied