আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

দেশবাসীর প্রতি আসিফ মাহমুদের বার্তা

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, বিকাল ০৭:২১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসীকে ধৈর্যধারণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে।

সবাইকে  ধৈর্যধারণ করার এবং কোনো প্রকার উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান রইল।’

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছে তার অনুসারীরা। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

এসব বিষয়ে সবাইকে ধর্য্য ধারণের আহ্বান জানালেন আসিফ মাহমুদ।

এর আগে দুপুরে রংপুরের পীরগাছায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেওয়া হবে। 

চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, রাষ্ট্রদ্রোহিতার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে।’

মন্তব্য করুন


Link copied