আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
সঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো?

সঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো?

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই

‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

দেড় কোটি টাকারও বেশী নিষিদ্ধ কীটনাশক জব্দ॥সৈয়দপুরে ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, দুপুর ০২:২৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ উত্তরাঞ্চলের অষ্টম ব্যবসা বানিজ্যের শহর নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে প্রায় ৯৯ টন নিষিদ্ধ ব্রিফার জি-৫ (কার্বোফুরান) জব্দ করা হয়েছে। মঙ্গলবার(২৪ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের  ভিত্তিতে র‌্যাব-১৩, এনএসআই, উপজেলা প্রশাসন. উপজেলা কৃষি বিভাগ, ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত এসিআই কোম্পানির এসব বালাইনাশক জব্দ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর আলম সিদ্দিকী বলেন, জব্দকৃত এসব কার্বোফুরানের বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। এই বিষয়ে নিয়মিত মামলা করা হয়েছে। পাশাপাশি গুদামটি সিলগালা করা হয়। এ সময় গোডাউনের মালিক মনোয়ার হোসেনকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মৃত মমতাজ হোসেনের ছেলে।
র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ সুত্র জানায়, কার্বোফুরান নামের বালাইনাশকটি প্রাণীর জন্য মারাত্বক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। বিশ্বের ৮৭টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করে। গত বছরের জানুয়ারিতে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশ কার্বোফুরান নিষিদ্ধ ঘোষণা করে। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, ২০২৩ সালের জুন মাস থেকে এটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৩১ জুলাই সরকারের বালাইনাশকবিষয়ক জাতীয় কারিগরি কমিটির (পিটাক) সভায় ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সুত্র মতে সৈয়দপুরে গোডাউনে মজুত রাখা এসব নিষিদ্ধ কীটনাশক ট্রাকযোগে যশোরে পাঠানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এটি ব্যবহার করলে জমির অনেক উপকারী পোকা মারা যায়। 
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা দায়ের করেন। 
সৈয়দপুর থানার ওসি শাহা আলম  বলেন, ওই মামলায় গ্রেপ্তারকৃত ব্যবসায়ীকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলাকারাগারে পাঠানো হয়। 

মন্তব্য করুন


Link copied