আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে রংপুরের সামনে খুলনার ২২০

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫, দুপুর ০৪:৩১

Advertisement Advertisement

ক্রীড়া ডেস্ক : বিপিএলে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এনামুল হক বিজয়ের শতকে হয়েছিল। রেকর্ড আরও বাড়িয়ে নিলেন নাঈম শেখ। রংপুর রাইডার্সের বিপক্ষে তার দানবীয় সেঞ্চুরি আসরের অষ্টম। বিপিএলে নাঈমের প্রথম সেঞ্চুরিতে বাঁচা-মরার লড়াইয়ে রংপুরকে ২২১ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্স।

বিপিএলে আগে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল ৬টি। এবার এপর্যন্ত আট সেঞ্চুরির দেখা মিলেছে। নাঈমের আগে সেঞ্চুরি পেয়েছেন উসমান খান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরা, লিটন দাস, তানজিদ তামিম, গ্রাহাম ক্লার্ক ও এনামুল হক বিজয়।

মিরপুরে রংপুরের বিপক্ষে কঠিন সমীকরণ নিয়ে নেমেছে খুলনা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। প্লে-অফে খেলতে বাকি দুই ম্যাচেই জিততে হবে। আগেই প্লে-অফ নিশ্চিত করা রংপুরের বিপক্ষে ‘নকআউট’ ম্যাচ খুলনার। জয়ের বিকল্প নেই। লড়াইয়ে ব্যাট দারুণ সংগ্রহ পেয়েছে দলটি।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে খুলনা। নাঈমের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে ৪ উইকেটে ২২০ রানের সংগ্রহ গড়েছে।

৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা নাঈম ৮ ছক্কা ও ৭ চারে ৬২ বলে ১১১ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেছেন। উইলিয়াম বোসিস্তো ২১ বলে ৩৬, মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে ২৯ এবং মিরাজ ১২ বলে ২১ রান করেন।

রংপুরের হয়ে একটি করে উইকেট নেন মেহেদী হাসান, আকিফ জাভেদ ও ইফতিখার আহমেদ।

মন্তব্য করুন


Link copied