আর্কাইভ  সোমবার ● ৩ নভেম্বর ২০২৫ ● ১৯ কার্তিক ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
রংপুর অঞ্চলের পরিস্থিতিও জটিল, ঘোষণা দিয়েও আলু কেনেনি সরকার

রংপুর অঞ্চলের পরিস্থিতিও জটিল
রংপুর অঞ্চলের পরিস্থিতিও জটিল, ঘোষণা দিয়েও আলু কেনেনি সরকার

শেখ পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

শেখ পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত, যেসব নম্বর পেল পুরস্কার

প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত, যেসব নম্বর পেল পুরস্কার

অবশেষে শাপলা কলিতে ‘সম্মতি’ এনসিপির

অবশেষে শাপলা কলিতে ‘সম্মতি’ এনসিপির

নারী ক্রিকেট পাচ্ছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন

রবিবার, ২ নভেম্বর ২০২৫, দুপুর ০৩:০৩

Advertisement

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে যারা আধিপত্য বিস্তার করেছে; এ বার ফাইনালে তাদের কেউই নেই। অর্থাৎ, আজ মুম্বাইয়ের আকাশে উড়বে এক নতুন চ্যাম্পিয়নের পতাকা। ইতিহাসে প্রথমবার নারী ক্রিকেটে একদম নতুন বিশ্বজয়ীর জন্ম হতে যাচ্ছে।

ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই এই আসরে অসাধারণ এক যাত্রার মধ্য দিয়ে এসেছে। গত এক দশকে যেমন, তেমনি এই মাসটিতেও তারা ভেঙেছে অনেক বাধা।

দক্ষিণ আফ্রিকা ৬৯ ও ৯৭ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার পর নিজেকে পুনর্গঠন করেছে, পেয়েছে নতুন ফিনিশার। অন্যদিকে ভারত গ্রুপ পর্বে শীর্ষ তিন দলের কাউকেই হারাতে না পারলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নেয়, আর নকআউটে খুঁজে পায় নতুন নায়কদের।

সেমিফাইনালে ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে উল্লাসে মাতিয়েছে দর্শকদের, আর দক্ষিণ আফ্রিকা ভেঙে দিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে বহু বছরের ব্যর্থতার অভিশাপ।

ফলাফল এবারের নারী বিশ্বকাপের ফাইনাল এমন দুই দলকে পেয়েছে, যারা ইতিহাসের নতুন অধ্যায় লিখতে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকা ও ভারত দু’দলই নিজেদের দেশে নারী ক্রিকেটের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান বদলে দিতে পারে এই জয়ের মাধ্যমে। উভয় দেশেই এখনো মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলায় অংশগ্রহণ নানা প্রতিবন্ধকতার মুখে। কিন্তু এই ম্যাচের ফল যাই হোক না কেন, ননকুলুলেকো এমলাবা বা ক্রান্তি গাউদের মতো খেলোয়াড়দের গল্প নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে, হয়তো তারা হবে পরের স্মৃতি মন্ধনা বা মারিজান ক্যাপ।

ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে চ্যালেঞ্জ মুম্বাইয়ের ৩০ হাজার দর্শকের গর্জন ঠেকানো এবং এমন এক মাঠে মানিয়ে নেওয়া, যেখানে তারা এই বিশ্বকাপে এখনো খেলেনি। অন্যদিকে ভারত একই মাঠে টানা চতুর্থ ম্যাচ খেলবে, এর আগের তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। তবে দক্ষিণ আফ্রিকার বিশ্রাম ও প্রস্তুতির সময় বেশি, ভারতের কম; এই ক্ষুদ্র ব্যবধানই হয়তো ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।

নারী বিশ্বকাপ শেষবার ভারতে আয়োজন হয়েছিল যখন, তখন ম্যাচগুলো পুরুষদের ঘরোয়া ক্রিকেটের ভিড়ে ছোট মাঠে সরিয়ে নেওয়া হয়েছিল। পুরস্কার অর্থ ছিল নগণ্য, দর্শক টানাটানিও ছিল বড় সমস্যা। ২০১৭ সালের লর্ডস ফাইনাল নারী ক্রিকেটের প্রথম বড় মোড় ঘুরিয়েছিল, আর ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সেই মানকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। 

মন্তব্য করুন


Link copied