আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নির্বাচনে অনিয়মের খবর পাওয়া যায়নি : ইসি রাশেদা

বুধবার, ২১ জুন ২০২৩, দুপুর ১২:২৫

Advertisement Advertisement

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ চলছে। এই দুই সিটির ভোটে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

বুধবার সকালে রাশিদা সুলতানা নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।'

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা নির্বাচন কমিশন অফিস থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ভোটার উপস্থিতি নিয়ে রাশিদা বলেন, এখন পর্যন্ত সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি বেশ ভালো। কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিপাতের কারণে কম ভোট পড়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, রাজশাহীতে এক জায়গায় সমস্যা হয়েছিল, তা ঠিক করা হয়েছে।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। যেটি চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

মন্তব্য করুন


Link copied