আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই: সারজিস আলম

সোমবার, ৯ জুন ২০২৫, বিকাল ০৫:৫০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি, নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা, পেশি শক্তির ব্যবহার হয় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে। 

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র দখল করা ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। সেক্ষেত্রে এই অন্তর্ভুক্তকালীন সরকারকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

এসব বিষয় যদি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক গুরুত্ব দেয়ার চেষ্টা করছি। সামগ্রিকভাবে সংগঠনের ভিত্তি রাজধানী থেকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া হবে। অবশ্যই আমাদের নির্বাচনী কেন্দ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হবে, এই মাসের মধ্যেই জেলা উপজেলা কমিটি দেয়া হবে। 

এছাড়াও আগামী ১৫ তারিখের মধ্যে দলীয় রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন বলে আশাবাদ করছেন তিনি। জানান, যথাযথ প্রক্রিয়া অন্যান্য দলের মত রেজিস্ট্রেশন ও নিবন্ধনের কাজ প্রক্রিয়াধীন রয়েছেন।

এসময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির দেবীগঞ্জ, সদর ও বোদা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied