স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ৫লাখ ৫৯হাজার ৫৩৭টি শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৫০৫টি এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভুত রয়েছে ১ লাখ ৭৯হাজার ৩২টি। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। চলবে মাসব্যাপী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী শহরের ইপিআই মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।
সভায় সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম।
অবহিতকরণ সভায় টিকাদান কর্মসুচির কার্যক্রম উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ।
সভায় আরো জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে বিনামুল্যে টাইফয়েডের এক ডোজ টিকা প্রদান করা হবে। টাইফয়েড জ্বর প্রতিরোধে সারাদেশে একমাস জুড়ে এই টিকাদান কর্মসুচি পরিচালিত হবে। এছাড়া অনলাইনের মাধ্যমে নিবন্ধন ছাড়াও তাৎক্ষনিক ভাবে আগত শিশুদের টিকাদান করা হবে।