আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

পঁচিশে সাত পাকে বাঁধা পড়ছেন যেসব বলিউড তারকা

মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫, দুপুর ০৩:৫৭

Advertisement Advertisement

বিনোদন ডেস্ক ;  স্মৃতির গহ্বরে বিদায় নিয়েছে ২০২৪। বিশ্বাবাসী স্বাগত জানিয়েছে ২০২৫ সালকে। শোবিজ অঙ্গনও নতুন সালকে স্বাগত জানাতে ভোলেনি। ভালো-মন্দ মিলিয়ে দুই হাজার চব্বিশ পার করেছেন বলিউড তারকারা। নতুন বছরের শুরুতে সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয় তারকা, প্রিয় নির্মাতার কোন কোন সিনেমা মুক্তি পাবে। ২০২৪ সাল বেশ ভালো ভাবে পার করেছেন বলিউড তারকারা। গেল বছর এই অঙ্গনের অনেক তারকাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন বছরে বিয়ে করার পরিকল্পনা করেছেন বলিউডের বেশ কয়েকটি তারকা জুটি। 

২০২৫ সালে সাত পাকে বাঁধা পড়ছেন এমন কয়েকজন তারকা রয়েছেন আজকের এ প্রতিবেদন।

হৃতিক রোশান-সাবা

বলিউড অভিনেতা হৃতিক রোশান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর থেকে সম্পর্ক নিয়ে তাদের আর কোনো লুকোচুরি করতে দেখা যায়নি। গত বছর এও গুঞ্জন চাউর হয়েছিল যে, ভেঙে গেছে এ জুটির প্রেম। তবে সব গুঞ্জন উড়িয়ে দেন এই জুটি। দুবাইয়ে উড়ে গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাতে দারুণ সময় উপভোগ করছেন হৃতিক-সাবা। জানা যায়, চলতি বছরেই বিয়ে করবেন এই তারকা জুটি।

জাহ্নবী-শিখর

বলিউডের প্রথম নারী সুপারস্টারের খেতাব পাওয়া প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ অভিনেত্রী। গত বছর এক নেটিজেনের প্রশ্নের জবাবে জাহ্নবী বলেছিলেন, তিরুপাতি মন্দিরে সোনালি রঙের শাড়ি পরে বিয়ে করতে চাই।

এরপরই খবর চাউর হয়— মন্দিরে গিয়ে শিখর পাহাড়িয়াকে বিয়ে করবেন জাহ্নবী। যদিও এ খবর ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। সম্প্রতি গুঞ্জন উড়ছে, নতুন বছরের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়বেন জাহ্নবী-শিখর। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই জুটি।

তামান্না-বিজয়

‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর খলনায়ক বিজয় ভার্মা। ২০২৩ সালে তাদের চুম্বনের ভিডিও ফাঁস হওয়ার পর হইচই পড়ে যায় বলিউড পাড়ায়। পরবর্তীতে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকারও করেন এই প্রেমিক যুগল। প্রেমকে পরিণয়ে রূপ দিতে জোর কদমে হাঁটছেন তারা। 

চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছেন আলোচিত এই জুটি। ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে, ২০২৫ সালে সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা করেছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা। কারণ বিয়ের পর নতুন বাড়িতে উঠার পরিকল্পনাও করেছেন এই যুগল।

কৃতি স্যানন-কবীর ভাই

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, বয়সে ছোট যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী ‘কবির ভাইয়ের’ সঙ্গে প্রেম করছেন কৃতি। বিদেশেও একসঙ্গে ছুটি কাটিয়েছেন তারা। শুধু তাই নয়, সুযোগ পেলেই তারা পরস্পরের পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান। 

জানা গেছে, চলতি বছরের শেষের দিকে প্রেমকে পরিণয়ে রূপ দেবেন এই জুটি। যদিও এখনো পাওয়া যায়নি আনুষ্ঠানিক ঘোষণা।

শ্রদ্ধা কাপুর-রাহুল

২০২৩ সালের মাঝামাঝিতে মুক্তি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেন রণবীর কাপুর। এ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন রাহুল মোদি। সিনেমাটির কাজ করতে গিয়ে রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেমের সূত্রপাত। গত বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। তারপর এ নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। গত বছর তাদের প্রেম ভাঙার গুঞ্জনও উঠেছিল। কিন্তু সেসব মিথ্যা প্রমাণ করে একসঙ্গে ঘুরতে দেখা গেছে শ্রদ্ধা-রাহুলকে। জানা গেছে, চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়বেন এই জুটিও।

গেল ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অঙ্গনের অনেক তারকা।

মন্তব্য করুন


Link copied