আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

পুলিশে চাকরির নামে প্রতারণা, ডাক্তারের অডিও ফাস

মঙ্গলবার, ২১ জুন ২০২২, দুপুর ০৪:০০

Advertisement

বরিশালে পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে।সম্প্রতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর অফিস সহকারী ডাক্তার সঞ্জয় হালদার (৩৭) নামের এক প্রতারকের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়।অডিওতে শোনা যায় সঞ্জয় হালদার পুলিশের চাকুরি দেওয়ার নাম করে উজিরপুরের ফয়সাল আমিন নামের এক ব্যক্তির নিকট ১২ লক্ষ টাকা আত্মসাৎ করেন।

চাকুরি না হওয়ায় যা ফেরত দিতে অপারগতা জানাচ্ছেন সঞ্জয় । এ ঘটনায় ফয়সাল আমিনের সাথে যোগাযোগ করা হলে জানান, ডাক্তার সঞ্জয় পুলিশের চাকুরির প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলো।এএসআই এর লিখিত পরীক্ষার পরে তার এএসপি পুলিশ বন্ধুর মাধ্যমে ভাইবাতে উত্তীর্ন করানোর কথা বলে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে আমার চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে ডাক্তার সঞ্জয় টাকা ফেরত দিতে অনীহা প্রকাশ করে।পরবর্তীতে আমি ও আমার পরিবারকে ভয়ভীতি দেখানো শুরু আমি সাংবাদিকদের নিকট দারস্ত হই। এ বিষয়ে সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে ডাক্তার সঞ্জয় হালদারের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বার বার ফোন কেটে দেন।

এদিকে এ বিষয়ে বরিশাল পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার অমুকের সাথে তমুকের সাথে পরিচয় আছে। আমি পুলিশে নিয়োগ দিবো। এ সমস্ত কথাবার্তা বলে প্রার্থীদের কাছে থেকে প্রতারণামূলকভাবে কেউ টাকা নিয়ে থাকে। কিন্তু, নতুন পদ্ধতিতে পুলিশের নিয়োগ প্রক্রিয়া একেবারেই একটি স্বচ্ছ প্রক্রিয়া।

এখানে কোনো ধরনের দালালি কিংবা কোনো ধরনের প্ররোচনায় চাকরি পাওয়ার বা চাকরি দেয়ার কোনো সুযোগ নেই। অভিভাবকদের জন্য অনুরোধ তার যেন কোনো দালাল চক্র বা প্রতারকের ফাঁদে পা না দেন। মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে কেউ চাকরি নিলে প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।কেউ টাকা দিয়ে চাকরি নিতে চাইলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন


Link copied