আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ভারত

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:০১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক : বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ভারত। গত চার মাসে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বিএসএফ উত্তরবঙ্গ সীমান্ত কর্মকর্তারা জানিয়েছেন, নানা অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। গত চার মাসে শুধু উত্তরবঙ্গে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে বলে দাবি তাদের। অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে সীমান্তের পাশের অঞ্চলগুলোর যেসব জায়গা আগে খোলা ছিল, সেখানে বেড়া দেয়া হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নজরদারি জোরদার করে অনুপ্রবেশ ঠেকাতে কর্মী এবং ক্যামেরা উভয়ই মোতায়েন করা হয়েছে। এছাড়া সীমান্তের ক্রসিং পয়েন্টে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্য কান্ত

শর্মা বলেছেন, "আগস্ট থেকে বাংলাদেশি নাগরিকদের প্রচেষ্টা বেড়েছে। এই সমস্যা সমাধানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বাংলাদেশের পঞ্চগড জেলার প্রায় ১০ শতাংশ অংশে বেড়ার অভাব রয়েছে। এসব এলাকায় বেড়া দেয়া হবে।

বিএসএফের দাবি, ২০২৩ সালে উত্তরবঙ্গের সীমান্ত পেরিয়ে অবৈধ প্রবেশের অভিযোগে অন্তত ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এ বছর এ পর্যন্ত ১৯৪ জন বাংলাদেশি ও ১৯৭ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনজন সন্দেহভাজন রোহিঙ্গা এবং আরও তিন অনুপ্রবেশকারীকেও বিএসএফ গ্রেপ্তার করেছে। এ সময়ে অন্তত ১৮ কোটি টাকার মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied