আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
সঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো?

সঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো?

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই

‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

বাংলাবান্ধা স্থলবন্দর প্রেসক্লাবের আত্বপ্রকাশ, ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, দুপুর ১২:১৬

Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের চতুদের্শীয় বন্দর বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবীণ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে বাংলাবান্ধা স্থলবন্দর প্রেসক্লাব গঠন করা হয়েছে। এসময় বাংলাবান্ধা স্থলবন্দর প্রেসক্লাবে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির আত্বপ্রকাশ করা হয়।

সোমবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে পঞ্চগড় জেলা শহরের রেস্টুরেন্ট সিএফসিতে এক আলোচনা সভার প্রেসক্লাবটির আত্বপ্রকাশ করা হয়। এর আগে সভায় সকল সদস্যদের সম্মোতিতে এম আতিকুজ্জামন শাকিলকে সভাপতি ও ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক করা হয়।

এসময় সকলেই বাংলাবান্ধা স্থলবন্দর প্রেসক্লাবের সাথে থেকে এই ক্লাবকে আরো বহুদূর এগিয়ে নিয়ে নিজের পেশাগত দায়িত্ব পালনে এই বন্দরের সকল সমস্যা- সম্ভাবনা ও উন্নয়ন গণমাধ্যমে আরো বেশী করে তুলে ধরার একাত্বতা ঘোষণা করেন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুর রহিম, সহ-সভাপতি হিসেবে রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক হিসেবে আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ সম্রাট হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নূর হাসান, কোষাধ্যক্ষ হিসেবে সোহাগ হায়দার, প্রচার সম্পাদক হিসেবে আমিরুল ইসলাম, বন্দর বিষয়ক সম্পাদক হিসেবে মোবারক হোসেন, তথ্য গবেষণা ও সাহিত্য বিষয় সম্পাদক হিসেবে আসাদুজ্জামান আপেল, আব্দুর রউফ, সাইদুজ্জামান রেজা, দেলোয়ার হোসেন নয়ন, রবিউল ইসলাম রতন, আবু নাঈম, মন্জু হোসেন।

সভা শেষে বাংলাবান্ধা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি এম আতিকুজ্জামান শাকিল সকলের উদ্দেশ্যে বলেন, বন্দরের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক, ও সমস্যা- সম্ভাবনার কাজ তুলে ধরতে মূলত এই প্রেসক্লাবের আত্বপ্রকাশ। আমরা একঝাক তরুন ও নবীন সাংবাদিক বন্দরের উন্নয়ন সঙ্গী হতে বাংলাবান্ধা স্থলবন্দর প্রেসক্লাবের সদস্যরা সর্বদায় কাজ করে যাবে।

বাংলাবান্ধা স্থলবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা বলেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠা এই বন্দরটি প্রতিষ্ঠা হলেও বন্দর সংশ্লিষ্ট কোন সাংবাদিক সংগঠন না থাকায় বন্দরের উন্নয়ন মূলক অনেক কাজ দূরদূরান্তের সাংবাদিকরা সময় মত তুলে ধরতে পারে না। বন্দর প্রতিষ্ঠার দীর্ঘ ২ যুগ পর হলেও অবশেষে বন্দর সংশ্লিষ্ট এবারই প্রথম এই বাংলাবান্ধা স্থলবন্দর প্রেসক্লাব নামে এই প্রেসক্লাব গঠন করে আত্বপ্রকাশ করা হয়। আশাকরি আমাদের এই প্রেসক্লাবের সদস্যসহ জেলায় কর্মরত সাংবাদিকরা এই ক্লাবের সাথে একাত্বতা প্রকাশ করবে। এবং সুষ্ঠু ভাবে দ্রুত বন্দরের উন্নয়ন, সম্ভাবনা, অনিয়ম ও বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরতে।

উল্লেখ্য, গত সোমবার (১৩ ডিসেম্বর) ডিজার হোসেন বাদশাকে আহ্বব্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বব্বায়ক কমিটি গঠন করা হয়। পরে পর্যায় ক্রমে ১৫ দিনের মাথায় মঙ্গলবার এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন


Link copied