নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাস, মাইক্রোবাস ও বিভিন্ন প্রকারের টায়ারের ওপর শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে বাজেট বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
বাজেট বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১৬-৪০ আসন বিশিষ্ট বাস এবং ১০-১৫ আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক-কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে।