আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কোপালো দুর্বৃত্তরা, কেটে গেছে হাতের রগ

শুক্রবার, ২ মে ২০২৫, দুপুর ০৩:৩৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: রাজশাহী নগরে বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তারা ডান হাতের কব্জির রগ কেটে গেছে।

বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান আলী (৪৫) রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হাসান আলী নিজ বাড়িতে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এক পর্যায়ে হামলাকারীর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে আনা হয়। তার ডান গাল ও ডান হাতে জখম হয়েছে। ডান হাতের কব্জির রগ কেটে গেছে। বর্তমানে তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের স্বজনদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন


Link copied