আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে খেলোয়াড় কিনতে এলেন শাকিব খান

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, দুপুর ০৩:১৩

Advertisement Advertisement

ক্রীড় ডেস্ক:  দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে এসেছেন শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ঢালিউড সুপারস্টার। শাকিবের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের টেবিলে রয়েছেন আরেক অভিনেতা মামনুন ইমন।

সোমবার বেলা ১১টার পরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে শুরু হয়েছে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আনুষ্ঠানিকতা। 

বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার নাম দিয়েছেন। যার মধ্যে এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়ে ফেলেছেন ছয় ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটে ডাকা হবে বাকি ৪৩৪টি নাম।

 

ড্রাফটের বাইরে থেকে তিনজন বিদেশিকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, পুরো মৌসুমের জন্য তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, পাকিস্তানের ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ।

বিপিএলের এই আসরে অংশ নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে নাম ও মালিকানা বদল হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর। আসরে ঢাকা খেলবে ঢাকা ক্যাপিটালস নামে, চট্টগ্রাম খেলবে চিটাগং কিংস নামে। এবার নতুন সংযোজন হয়েছে দুর্বার রাজশাহী। এবার অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বিপিএল ২০২৫ আসর শুরু হবে চলতি বছরের শেষ দিকে। তার আগে আজকের প্লেয়ার্স ড্রাফট থেকে দল গুছিয়ে নেবে সাত ফ্র্যাঞ্চাইজি।

মন্তব্য করুন


Link copied