আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

বেগম রোকেয়া দেশের নারী জাগরণের পথিকৃৎ : ফখরুল

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৬:৫৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম রোকেয়া এ দেশের নারী জাগরণের পথিকৃৎ।

সোমবার বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে যে ভূমিকা পালন করেছেন তা বৈপ্লবিক। তিনি তার দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করেছিলেন যে, নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষা ও স্বাবলম্বিতা গুরুত্বপূর্ণ।

বিএনপি মহাসচিব বলেন, বেগম রোকেয়ার জীবন ও তার আদর্শ বাস্তবায়নই এ দেশের নারী সমাজকে আলোকিত ও আত্মনির্ভরশীল করতে প্রেরণা জোগাবে। 

মহীয়সী নারী বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সব নারীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

মন্তব্য করুন


Link copied