আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ভারতের পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করলেন ট্রাম্প

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, রাত ১২:৪০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।  

বুধবার (৬ আগস্ট) এ আদেশ দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে।

এর আগে ঘোষিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে মিলিয়ে এ শুল্ক কার্যকর হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কয়েক দিন আগেই রাশিয়া থেকে তেল কেনার জন্য নয়াদিল্লিকে হুঁশিয়ারি দেওয়ার পর এ পদক্ষেপ নিলেন ট্রাম্প। তার সর্বশেষ নির্দেশনার পর এখন থেকে ভারতীয় পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের পর দেশটির বিরুদ্ধে আগের আরোপিত নিষেধাজ্ঞা আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষের পথে না এগোন, তবে রাশিয়ার ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে এবং তাদের মিত্রদের ওপরও ‘সেকেন্ডারি স্যাংশন’ কার্যকর করা হবে।

এর আগে গত সোমবারই ট্রাম্প নিজের এ পদক্ষেপের ইঙ্গিত দেন। তার আগে ট্রাম্পের শীর্ষ কূটনৈতিক দূত স্টিভ উইটকফ মস্কোতে বৈঠক করেছেন, যেখানে রাশিয়াকে ইউক্রেনে শান্তি চুক্তিতে রাজি করানোর চেষ্টা চালানো হয়।

বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক বর্তমানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক আরও জটিল হতে পারে।  

এর ঠিক কিছুদিন আগেই ভারতীয় সরকারি এক সূত্র জানায়, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের শেষের দিকে সাত বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো চীন সফরে যাবেন।

মন্তব্য করুন


Link copied