আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

মারা গেছেন পরীমনির প্রথম ছবির পরিচালক

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, রাত ০৮:১৬

Advertisement Advertisement

বিনোদন ডেস্ক: ঢালিউড তারকা পরীমনির প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল মারা গেছেন। গতকাল শুক্রবার এই তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরীমনিকে নিয়ে তিনি ‘ভালোবাসা সীমাহীন’ নামে ছবিটি নির্মাণ করেছিলেন। ওই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হয় এই তারকার।

কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহ আলম মণ্ডল। শারীরিক অবস্থার অবনতি হলে শুরুতে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে তাকে স্থানান্তর করা হয় আরেকটি হাসপাতালে। এরপর আরও দুই হাসপাতাল ঘুরিয়ে তাকে নেওয়া হয় গুলশানের ওই বেসরকারি হাসপাতালে। আজ ভোরে সেখানেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

প্রয়াত শাহ আলম মণ্ডলের স্ত্রী উম্মে কুলসুম সংবাদমাধ্যমকে জানান, তার স্বামীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কোনোভাবেই তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। গত দুদিনে তার শরীরে ১৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, শাহ আলম মণ্ডলের লিভার ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসেও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।

শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’, ‘লকডাউন লাভ স্টোরি’। প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে শাহ আলম মণ্ডল ২০১১ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি প্রথম কাজ করেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম খোকন ও এফ আই মানিকের সঙ্গেও।

পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা জাগো নিউজকে জানান, আজ রাতেই শাহ আলম মণ্ডলের মরদেহ নিয়ে যাওয়া হবে তার বাড়ি রংপুরে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

মন্তব্য করুন


Link copied