বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলা উপজেলার তিন ইউপির মেয়াদ পূর্তির আগে নির্বাচন, নির্বাচিত জন প্রতিনিধিদের গেজেট প্রকাশ ও নবনির্বাচিতদের ক্ষমতা গ্রহন নিয়ে দেখা দিয়েছে আইনী জটিলতা। এতে করে পূর্ব পরিষদের প্রতিনিধিরা মেয়াদপূর্তির আগে ক্ষমতা হস্তান্তরে যেমন অনিহা প্রকাশ করেছেন, তেমনি নবনির্বাচিতদের ক্ষমতা গ্রহনে দেখা দিয়েছে বাধ্যবাধকতা। এমন বাধ্যবাধকতায় ওই তিন ইউনিয়নের মধ্যে একটিতে তালা ভেঙ্গে নবনির্বাচিতদের পরিষদে প্রবেশের ঘটনাও ঘটেছে।
সূত্র মতে, ২০১৮ সালের ১৯ নভেম্বর ডিমলা উপজেলার গয়াবাড়ি ও টেপাখড়িবাড়ি এবং ১ ডিসেম্বর খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চলতি বছরের ১৮ নভেম্বর এবং খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের ৩০ নভেম্বর মেয়াদ শেষ হবে। এসব ইউনিয়ন পরিষদে চলতি বছরের ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের গেজেট প্রকাশি হয় ২৬ জুলাই। গত ২৪ আগস্ট নির্বাচিত প্রতিনিধিরা জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহন করেন।
২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী নবনির্বাচিত প্রতিনিধিদের গেজেট প্রকাশিত হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নবনির্বাচিত পরিষদের সভা আহ্বানের মেয়াদ পার হলেও পুরাতন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় সভা আহ্বান কিংবা ক্ষমতা গ্রহন করতে পারছেন না নতুন পরিষদ। এমন জটিলতায় গত রবিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন পরিষদে তালা ভেঙে নবনির্বাচিতদের ইউপি ভবনের ভেতরে প্রবেশে চেষ্টার অভিযোগ করেন ওই ইউপির চেয়ারম্যান সামছুল হক। তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আমাদের পরিষদের মেয়াদ রয়েছে। কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গত রবিবার তালা ভেঙে পরিষদে ঢোকার চেষ্ঠা করেন। আমরা বাধা দিয়ে পরিষদে আমাদের তালা ঝুলিয়ে দিয়েছি।
এ বিষয়ে গয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন জানান, ইউনিয়ন পরিষদের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ক্ষমতা গ্রহনের বিধান রয়েছে। সে অনুযায়ী ২৪ আগস্ট শপথ অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর প্রথম সভার রেজুলেশন জমা দেওয়ার জন্য প্রশাসন ও নির্বাচন কার্যালয়ে সভার রেজুলেশন জমা দেওয়ার জন্য যান তিনি।
অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, টিসিবির সুবিধাভোগীদের সহযোগিতার জন্য নবনির্বাচিত সদস্যরা পরিষদে গেছেন বলে জেনেছি। কয়েকজন সদস্য চেয়ারম্যানের কার্যালয়ে ওয়াসরুম ব্যবহারের জন্য গেলে গ্রাম পুলিশ ইমান আলী তালা খুলে দেন। এখানে তালা ভেঙে ঢোকার কিছুই নেই।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, আমাদের পরিষদের মেয়াদ শেষ হবে ১৮ নভেম্বর। কিন্তু আমাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই গ্রেজেট প্রকাশ করা উচিত হয়নি।আমরা আমাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাদের হাতে দায়িত্ব তুলে দিব না। তিনি বলেন, নির্বাচন মেয়াদ উত্তীর্ণের ১৮০ দিন আগে হতেই পারে। কিন্তু গেজেট প্রকাশ দেরিতে হলে এ জটিলতার সৃষ্টি হতো না।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বলেন, বিষয়টি আমরা জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। সে অনুযায়ী জেলা প্রশাসক মহোদ্বয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবরে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের দ্বায়িত্বভার গ্রহন সংক্রান্ত বিষয়ে নির্দেশনা চেয়ে পত্র দিয়েছেন। ওই নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে যেহেতু পূর্ববর্তী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়নি, তাই আমরা পূর্ববর্তী চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে নিয়েই কাজ করছি।