নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা বরাবর আসামির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন করে বাদী। এ সংক্রান্ত আবেদন আদালতে উপস্থাপন করে আসামির জামিন চেয়ে আবেদন করা হয়। এরপর শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন বিচারক।
এর আগে ওই ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার মুক্তির দাবিতে শাহবাগ থানায় অবস্থান নেয় একদল ব্যক্তি। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তারা থানার সামনে অবস্থান করেন।
ওই ছাত্রী গতকাল বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হেনস্তার শিকার হন বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন। পোস্টের সঙ্গে হেনস্তাকারীর ছবি জুড়ে দিয়ে তিনি লিখেন, ‘এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেসে, আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তীতে তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন। সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না।’
পরে ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ।