আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

শনিবার, ১০ মে ২০২৫, রাত ০১:৪১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যমুনা টিভিসহ ভারতে বাংলাদেশের চার টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। 

শুক্রবার তথ্যপ্রযুক্তি ও মিডিয়া বিশ্লেষণ সংস্থা ডিজিটালি রাইটের ‘ডিসমিসল্যাব’ এ তথ্য জানিয়েছে। 

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

ডিসমিসল্যাব বলেছে, তাদের প্রতিবেদন প্রকাশের সময় (শুক্রবার রাত আটটা) পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা যায়নি। যমুনা টিভির সঙ্গে ডিসমিসল্যাব যোগাযোগ করলে চ্যানেলটি জানিয়েছে, ইউটিউব থেকে ব্লক–সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে।

ডিসমিসল্যাব জানায়, বিষয়টি যাচাই করতে তারা ভিপিএনের মাধ্যমে ভারতীয় আইপি ব্যবহার করে ইউটিউবের মাধ্যমে যাচাই করে দেখে— তালিকাভুক্ত ৩৮টি বাংলাদেশি সংবাদ চ্যানেলের মধ্যে উল্লিখিত চারটি ভারতে দেখা যাচ্ছে না। ভারতীয় দুই সাংবাদিকের মাধ্যমেও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।

যমুনা টিভি ডিসমিসল্যাবকে জানিয়েছে, ইউটিউব থেকে তারা ব্লক সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে।

ইউটিউব ভারতের ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’ অনুসরণ করে, যার আওতায় সরকার যেকোনো কনটেন্ট বা চ্যানেল জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ড ও ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। এই পরিস্থিতিতে ভারতের ভেতরে পাকিস্তান ও বাংলাদেশের কিছু চ্যানেল ও ওয়েবসাইট ব্লক করা হয়েছে।

ডিসমিসল্যাব জানায়, ভারতের স্বাধীন সংবাদমাধ্যম দ্য অয়ার-এর ওয়েবসাইটও ব্লক করা হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছিল, ভারত সরকার ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে কিছু স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

মন্তব্য করুন


Link copied