আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রংপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, বিকাল ০৬:১৯

Advertisement Advertisement

ডেস্ক: রংপুর সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। স্বতঃস্ফূর্ত ছিল। ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

সিইসি বলেন, বিকাল সাড়ে চারটার মধ্যে ভোট শেষ হয়েছে। ধীর গতির অভিযোগ অসত্য নয়। এখন যে অবস্থা দেখেছি অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ করতে রাত ৭-৮টা গড়িয়ে যেতে পারে। ভোট শেষে হওয়ার পর চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, চারটা পর্যন্ত কোথাও ৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে খবর পাচ্ছি, আবার কোথাও ৩৯ শতাংশও পাচ্ছি। এভারেজ অনুমান করছি এটা ৫০-৫৫ শতাংশ। শেষ পর্যন্ত কাস্ট ৬০ শতাংশের ওপরে বা কম হতে পারে। এটা অনুমান করে বলছি। চূড়ান্ত গণনার পর দেখা যাবে কত হলো।

মন্তব্য করুন


Link copied