আর্কাইভ  সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫ ● ১৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

ফেসবুকে ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’ লিখলেন সাকিব

ফেসবুকে ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’ লিখলেন সাকিব

এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই
এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

রংপুরে দুর্গোৎসবে ৪৬ হাজার আনসার-ভিডিপি মোতায়ন

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:০৩

Advertisement

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন রংপুর রেঞ্জের আট জেলায় ৪৬ হাজার ৬৯৮ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য শৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করবেন।

রংপুর বিভাগের পাঁচ হাজার ৩৪৩টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।

আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালের নির্দেশনায় বিভাগের জেলা কমান্ড্যান্টরা পূজামণ্ডপগুলোর ঝুঁকির মাত্রা অনুযায়ী সদস্যদের বাছাই করে দায়িত্ব বণ্টন করেছেন।

ঝুঁকিপূর্ণ মণ্ডপে আটজন, কম ঝুঁকিপূর্ণ মণ্ডপে ছয়জন এবং সাধারণ মণ্ডপে ছয়জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন।

রংপুরের ৯০৭টি মণ্ডপে সাত হাজার ৬৪৮ জন, কুড়িগ্রামের ৫২৫টি মণ্ডপে চার হাজার ৬৪৪ জন, লালমনিরহাটের ৪৬৮টি মণ্ডপে চার হাজার ২৩৬ জন, গাইবান্ধার ৫৭৭টি মণ্ডপে চার হাজার ৯৪৮ জন, নীলফামারীর ৮৪১টি মণ্ডপে সাত হাজার ৪২ জন, দিনাজপুরের ১ হাজার ২৫৯টি মণ্ডপে ১১ হাজার ৫৬ জন, ঠাকুরগাঁওয়ের ৪৬৮টি মণ্ডপে চার হাজার ৪৩৬ জন এবং পঞ্চগড়ের ২৯৮টি মণ্ডপে দুই হাজার ৬৮৮ জন আনসার-ভিডিপি দায়িত্ব পালন করছেন।

বাহিনীর উপমহাপরিচালক আবদুল আউয়াল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে ব্রিফিং প্রদান করেন।

তিনি বলেন, পূজামণ্ডপের দায়িত্ব পালনকালে করণীয় সম্পর্কে সদস্যদের নিয়োগপূর্ব দিকনির্দেশনা দেয়া হয়েছে। সু-শৃঙ্খল ও সারিবদ্ধভাবে পূজামণ্ডপে চলাচল, গমনাগমন ও পরিদর্শনে সার্বক্ষণিকভাবে আনসার-ভিডিপি সদস্যরা দর্শনার্থীদের সহায়তা করবেন।

জরুরি মুহূর্তে ব্যাটালিয়ন আনসারগণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালনকালে কর্মকর্তারা নিয়মিতভাবে ডিউটি পরিদর্শন ও তদারকি করবেন বলেও তিনি জানান।

মন্তব্য করুন


Link copied