নিউজ ডেস্ক: ছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে বিরল ঘটনা। পুরো বিশ্ব সাক্ষী হতে চলেছে প্রকৃতির বিস্ময়কর মুহূর্তের। আজ রোববার (৭ সেপ্টেম্বর) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় রক্তলাল হয়ে উঠবে চাঁদ, যা দেখার সৌভাগ্য হবে বাংলাদেশীদেরও।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিরল এ ঘটনা ঘটবে দুইদিন। রোববার (৭ সেপ্টেম্বর) ও সোমবার (৮ সেপ্টেম্বর)।
আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিরল চন্দ্রগ্রহণটি শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত থেকে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে।
রোববার চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিট থেকে। এ সময় চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করতে শুরু করবে। আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১০টা ২৬ মিনিটে।
রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস গ্রহণ, যা চলবে রাত ১২টা ৫৩ মিনিট পর্যন্ত। সর্বাধিক গ্রহণ হবে রাত ১২টা ১১ মিনিটে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। রাত ২টা ৫৬ মিনিটে গ্রহণের সমাপ্তি ঘটবে।
ব্লাড মুনের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়বে এবং পৃথিবীর ছায়া চাঁদের মধ্যে পড়বে। পৃথিবীর বায়ুমণ্ডল প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ায় এসময় চাঁদ হয়ে উঠবে রক্তিম লাল বা তামাটে।