আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

লালমনিরহাটে দুই ভুয়া মেজর আটক

মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, রাত ১০:১০

Advertisement Advertisement

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের হাতীবান্ধায় টাকা নিয়ে জমি উদ্ধার করে দিতে এসে দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার বড়খাতা এলাকায় তাদের আটক করে পুলিশ দেয় স্থানীয় লোকজন।

আটকৃতরা হলেন,  রংপুরের তারাগঞ্জ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীর হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।

পুলিশ জানায় , ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বে-দখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী শহীদার নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। ওই শহীদার সেনাবাহিনীর মাধ্যমে তার জমি উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে শহীদারের মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের পরিচয় হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয় ভুয়া মেজর সাজু আহমেদ ও মাসুম। কথামত ৭ দিন আগে রফিকুল এর কাছে ২০ হাজার টাকা নেয় সাজু আহমেদ ও মাসুম। আজ মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে রফিকুল এর বাড়ি আসেন ওই দুই ভুয়া মেজর। পরে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় দুই ভয়া মেজরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে দেয়।

স্থানীয়রা জানায়, তারা নিজেকে মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন। কিন্তু এর স্বপক্ষে তারা দুজন কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তাই তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, আটক তারা দুজন নিজেকে মেজর দাবি করেন। কিন্তু তারা কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied