আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি, ফাঁকা হচ্ছে রাজধানী

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, দুপুর ০৩:৫৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  ঈদুল ফিতরের ছুটিতে যাওয়ার আগে শেষ কর্মদিবসে অফিস করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা ৯ দিনের সরকারি ছুটি। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সরকারি অফিসগুলো ছিল স্বাভাবিক। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে নিয়েছেন। বিভিন্ন অফিসের কর্মচারীরা সিনিয়রদের কাছ থেকে ঈদের বকশিশ আদায় করতে দেখা গেছে।

 
চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার (৩১ মার্চ) বা মঙ্গলবার (১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, সোমবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।
 
এবারই প্রথম ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেয়া হচ্ছে। শুক্রবার শবে কদরের ছুটি। এরপর শনিবার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি ২ এপ্রিল পর্যন্ত। মাঝখানে বৃহস্পতিবার (৩ এপ্রিল) অফিস খোলা ছিল। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।
 
এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার।
 
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। সরকারি অফিস শেষ হওয়ায় বৃহস্পতিবার বিকেলের পর লঞ্চ, রেল ও বাসস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন


Link copied