আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সাকিবকে ক্রিকেট থেকে ছুটি দিল বিসিবি

বুধবার, ৯ মার্চ ২০২২, বিকাল ০৬:৩২

Advertisement Advertisement

ডেস্ক: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফর সাকিব করবেন কিনা এনিয়ে জল কম ঘোলা হয়নি।

একদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব সফর করবেন। অন্যদিকে দুবাই যাওয়ার আগে সাকিব বললেন তিনি যাচ্ছেন না।

এবার সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বিসিবি সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এই সভাতেই সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, ‘সাকিব সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক এটা আমরা চাই। তবে সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ’

এদিকে জালাল আরও জানান, সাকিব আগামীকাল রাতে দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সেখানে সাকিবের কাছে বিসিবি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবে।

মন্তব্য করুন


Link copied