স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে সম্রাট আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) রাতে সৈয়দপুর পৌরসভার শহীদ জহুরুল হক রোডের ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে একটি ক থেকে খদ্দের ও এক নারী সহ ম্যানেজারকে আটক করা হয়। এসময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন হোটেল ম্যানেজার সৈয়দপুর শহরের কাজিরহাট এলাকার মাহাবুব আলীর ছেলে রাজা মিয়া(৪০), মুন্সিপাড়া মো. আরজুর ছেলে খদ্দের মোঃ পারভেজ(২৫) ও এক নারী (২২)।
নীলফামারী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজামান সাংবাদিকদের জানান, আবাসিক হোটেল সম্রাটে অনৈতিক অশ্লীল কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।