আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
সঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো?

সঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো?

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই

‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

সৈয়দপুরে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখতে ৫ ভিক্ষুককে রিকশাভ্যান প্রদান

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৪৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখতে পাঁচজন ভিক্ষুককে ব্যাটারীচালিত রিকশাভ্যান প্রদান করা হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব রিকশাভ্যান বিতরণ করা হয়। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি আওতায় এসব রিকশাভ্যান প্রদান করে উপজেলা সমাজ সেবা দপ্তর।
বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী প্রমুখ।
সুবিধাভোগীরা হলেন, কামারপুুকুর ইউনিয়নের নিজবাড়ি আশ্রয়ণ প্রকল্পের মোছা. ছাবিউন বেগম, একই ইউনিয়নের ধলাগাছ ওয়াপদাপাড়া গ্রামের মোছা. তহিমা খাতুন, বোতলাগাড়ী কিসামত কাদিখোল গ্রামের শ্রীমতি শরোতি বালা, বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পশ্চিমপাড়া গ্রামের মো. নান্দু মামুদ ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কিসামত পালপাড়া গ্রামের শ্রীমতী মহান্ত।
সৈয়দপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, সুবিধাভোগীরা সকলেই সহায় সম্বলহীন। আয়ের পথ না থাকায় তারা ভিক্ষাবৃত্তি করে জীবীকা নির্বাহ করেন। ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন ওই রিকশাভ্যান থেকে অর্জিত আয়ে তারা তাদের জীবীকা নির্বাহ করতে পারবেন। 

মন্তব্য করুন


Link copied