আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সৈয়দপুরে ৪ ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, দুপুর ০৪:৩২

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় দুইটি ভাটার চুল্লিগুড়িয়ে দেয়াসহ কৃষি জমি থেকে মাটি না কাটার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। 
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে এই অভিযানের নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। এসময় নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন। এছাড়া জেলা পুলিশ এবং সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। 
জানা যায়, ইটভাটাগুলির বিরুদ্ধে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা ও উর্ভর আবাদি জমির পাশে ভাটা স্থাপনের অভিযোগে উপজেলার খিয়ারজুম্মা এলাকার জোবায়ের হাসানের মেসার্স আল মদিনা ব্রিকসকে ১ লাখ, নুর আলমের মেসার্স এনএসবি ব্রিকসকে ৫০ হাজার, কামারপুকুর এলাকার এমদাদুল হকের মেসার্স সোনার বাংলা (জেড স্টার) ব্রিকসকে ১ লাখ এবং আহেদুল হকের মেসার্স এ স্টার বি ব্রিকসকে ৫০ হাজার টাকা সহ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লংঘনের দায়ে তাদের জরিমানা করা হয়। এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্যও নির্দেশ প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য করুন


Link copied