আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

হঠাৎ দেশ ছাড়লেন সাকিব

রবিবার, ৬ মার্চ ২০২২, রাত ১০:০১

Advertisement Advertisement

ডেস্ক: আফগানিস্তান সিরিজ শেষে টাইগারদের হাতে খুব বেশি বিশ্রামের সময় নেই। কারণ সপ্তাহ দুয়েক পরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই দুবাইয়ের উদ্দেশে রোববার (৬ মার্চ) দেশ ছাড়লেন সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে রেখে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তবে হঠাৎ দেশ ত্যাগে টাইগার অলরাউন্ডারকে আফ্রিকার সিরিজে পাওয়া নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। 

অবশ্য হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব আল হাসান বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে নিজের পারফরম্যান্স আমি হতাশ। আমি চাই একটু সময় নিতে। তাই দুবাই যাচ্ছি। হয়তো ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকব। তবে আশা করি টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকব।’

সাকিব যোগ করেন, ‘বিসিবির সঙ্গে আমার কথা হয়েছে। জালাল ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সময় নিতে।’ তবে সাকিব ঠিক কত দিনের ছুটিতে যাচ্ছেন সেটা জানাননি গণমাধ্যমকে। 

মন্তব্য করুন


Link copied