নিউজ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের জামিন মঞ্জুর হওয়ার পর মুক্তি পেয়েছেন জাহাঙ্গীর আলম। এ ঘটনায় তার কন্যা সাফাজ হুমাইরা দুঃখপ্রকাশ করে জানান, আমার বয়স ১৭, আর আমার আব্বু জেলে থাকার বয়সও ১৭।
হুমাইরা আরো জানান, জন্মের পর থেকে কখনোই আব্বুকে তার কাছে দেখা হয়নি এবং তিনি আব্বুর সঙ্গে প্রথম দেখা করেন ক্লাস সিক্সে পড়ার সময়।
রোববার দীর্ঘ ১৭ বছর পর বাবা জাহাঙ্গীর আলমের মুক্তির খবরে তিনি তার অনুভূতি ব্যক্ত করেন।
সাফাজ হুমাইরা বলেন, আমার যখন বয়স ছিল ৪ মাস, তখন আমি আব্বুকে চিনতাম না। তখন থেকেই আব্বু আমাদের কাছে ছিলেন না। জন্মের পর কখনোই আমি আব্বুকে বাসায় দেখিনি।
হুমাইরা জানান, ক্লাস সিক্সে পড়ার সময় একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছিল। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আজ আমি খুব খুশি।
এদিকে জাহাঙ্গীর আলমের বোন দাবি করেন, তার ভাই ও বাবার নাম-পরিচয়ের সঙ্গে অন্য আসামির নামের মিল থাকার কারণে তাকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছিল।
জানা গেছে, জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেফতারের পর এক মাস গুম করে রাখা হয়েছিল, এরপর তাকে পাওয়া গেলে, এতদিন ধরে মামলাটি চলছিল।