নিজস্ব প্রতিবেদক : রংপুর বিভাগের আট জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) থেকে আজ সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী যৌথভাবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করে।