বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ২০১৬ সালের ৪ জানুয়ারি শুরু হয় নারীদের একটি আবাসিক হল নির্মাণের কাজ। ১০ তলা বিশিষ্ট এই হলের বাজেট নির্ধারণ করা হয় ৪৭ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ৮০৬ টাকা ৫০ পয়সা। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালের ২১ জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে প্রায় নয় বছর হয়ে গেলেও এখনো হলটির নির্মাণকাজ শেষ হয়নি।
প্রকল্প অনুযায়ী ১০ তলা বিশিষ্ট ভবনে প্রায় এক হাজার ছাত্রী আবাসনের সুযোগ পাবেন। কিন্তু বাস্তবে কচ্ছপ গতীতে কাজ এগিয়েছে মাত্র পাঁচ তলা পর্যন্ত। এরপর থেকে কার্যত স্থবির হয়ে আছে প্রকল্পটি। কাজ কবে নাগাদ শেষ হবে সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য নেই।
২০২৪ সালে নতুন উপাচার্য হিসেবে যোগদান করেন প্রফেসর ড. মোহাম্মদ শওকত আলী। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, ঠিকাদারদের কাছে কিছু অর্থ অবশিষ্ট রয়েছে যা দিয়ে অন্তত পাঁচতলা ভবন সম্পন্ন করে আংশিকভাবে নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব। তবে দায়িত্ব গ্রহণের এক বছর পার হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্রীকে বাধ্য হয়ে মেস ও ভাড়া বাসায় দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, যদি প্রকল্পটির কাজ সম্পন্ন হয়, তাহলে এক হাজার শিক্ষার্থী আবাসন সুবিধার আওতায় আসবেন। এটি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।