আর্কাইভ  মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫ ● ৯ পৌষ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

টার্গেট কিলিংয়ের আতঙ্ক

টার্গেট কিলিংয়ের আতঙ্ক

চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

আইএমআই নম্বর পরিবর্তনে শক্তিশালী চক্র
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

পরীক্ষা ছাড়াই রিপোর্ট
পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

‘ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় না’

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৭:৫১

Advertisement

নিউজ ডেস্ক: বর্ষার আগেই যেন ভাসছে কলকাতা। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে বিপর্যস্ত পুরো শহর। জলমগ্ন রাস্তা আর ভয়াবহ যানজটে নাকাল সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অন্যদের মতো দুর্ভোগের শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রুতি দাস। দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক হ্যান্ডেলে দুইটি ছবি পোস্ট করেছেন শ্রুতি। প্রথম ছবিতে তাকে গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। গাড়ির সামনে একটি অটোর পেছনে লেখা ছিল, 'ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি।' আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টিতে ডুবে থাকা কলকাতার রাস্তা।

ছবিগুলো পোস্ট করে শ্রুতি লিখেছেন, ‘নাহ, সবসময় ধৈর্যের ফল মিষ্টি হয় না। আসল হলো সময় আর পরিস্থিতি। স্টুডিও যাওয়ার আধ ঘণ্টার রাস্তা ধৈর্য ধরে আড়াই ঘণ্টা ধরে গাড়িতে বসে বসেও পৌঁছাতে পারলাম না। এখন বিকল্প ব্যবস্থার অপেক্ষায়। সবাই সাবধানে থাকবেন।’

অভিনেত্রী জানিয়েছেন, গাড়ি বা হেঁটে, কোনোভাবেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে সবার প্রত্যাশা, আগামীতে বৃষ্টি না হলে জমে থাকা জল দ্রুত নেমে যাবে এবং জনজীবন আবার স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'জোয়ার ভাটা'-য় অভিনয় করছেন শ্রুতি। এই ধারাবাহিকে তার সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা। তাদের দুজনের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। গল্পে এখন উজি ও নিশা তাদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। ঋষির পুরো পরিবারকে তারা কীভাবে শাস্তি দেয়, তা জানতে দর্শকরা নিয়মিত দেখছেন 'জোয়ার ভাটা'।

মন্তব্য করুন


Link copied