আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

‘স্বেচ্ছায় আউট’ কাণ্ডে নিষিদ্ধ হতে যাচ্ছেন দুই ক্রিকেটার!

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, রাত ০১:২৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন সাব্বির ও রহিম আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছায় উইকেট বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের আউটের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর শাস্তির বিষয়টি একরকম নিশ্চিত হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) এক কর্মকর্তা।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের নীতিমালা অনুযায়ী, এমন অপরাধের ন্যূনতম শাস্তি সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা। আর ভুল স্বীকার করলে এক বছরকে স্থগিত শাস্তি হিসেবে গণ্য করা হতে পারে।

মিরপুরের হোম অব ক্রিকেটে গত ৯ এপ্রিল ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে দেশের ক্রিকেট অঙ্গনে। বিশেষ করে শাইনপুকুরের দুই ব্যাটার মিনহাজুল ও রহিমের আউটের ধরন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন।

বিতর্কিত এই ম্যাচের পরদিন-ই ফিক্সিং সন্দেহে তদন্তে নামেন এসিইউ কর্মকর্তারা। গতকাল দ্বিতীয় দফায় আলোচিত দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিসিবি কার্যালয়ে মিনহাজুল, রহিমের সঙ্গে গুলশান ক্লাবের উইকেটরক্ষক আলিফ হাসান ইমনকেও ডাকা হয়েছিল বলে জানা গেছে।

এসিইউর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘ফিক্সিংয়ের কুশীলবদের নাম প্রকাশ করছে না ছেলেগুলো। যদিও তাদের বলা হয়েছে শাস্তি অবধারিত। দোষ স্বীকার করলে সেটা কমবে, না করলে বাড়বে। এরপরও তারা মুখ খুলছে না।’

তবে ওই দুই ক্রিকেটার নিজেরা স্বীকার না করলেও যদি এসিইউ’র তদন্তের স্বেচ্ছায় আউটের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়, সেক্ষেত্রে ক্যারিয়ারের গোড়ার দিকেই নিষেধাজ্ঞার মুখে পড়বেন তারা।

মন্তব্য করুন


Link copied