ডেস্ক: দল থেকে অব্যাহতি দেওয়া হলেও সংসদ সদস্য পদ শূন্য হবে না বলে অভিমত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেন, সংবিধানে পদত্যাগ ও দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বিষয়ে বলা হয়েছে। অব্যাহতির বিষয়ে কিছু বলা নেই।
বৃহস্পতিবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই সংসদ সদস্যকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এসব কথা বলেন।
সম্প্রতি আওয়ামী লীগের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে (পঙ্কজ দেবনাথ) দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেয় দলটি। অন্যদিকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও নিজ দলের সংসদ সদস্য (রংপুর-১ আসন) মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানে বলা আছে, যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সে দল থেকে যদি কোনো সংসদ সদস্য পদত্যাগ করেন তাহলে তার সদস্য পদ শূন্য হবে। অথবা তিনি যদি সংসদে তার দলের বিপক্ষে কোনো বিষয়ে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে।
তিনি বলেন, কিন্তু তাদের তো দল থেকে বের করে দেওয়া হয়নি। শুধু দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদে যেটা আছে- তারা সংসদে দলের বিরুদ্ধেও ভোট দেননি। সে কারণে তাদের সংসদ সদস্য পদ যাবে না।