আর্কাইভ  শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ● ২৯ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ       এসএসসির সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১০ এপ্রিল       বড়পুকুরিয়া খনির ১৪১৪ ফেইস থেকে উত্তোলিত কয়লা ৪.৮১ লক্ষ টন       রংপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ       রংপুর জেলা ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন      

 

উপদেষ্টা নাহিদের সঙ্গে আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, দুপুর ০৪:৫০

ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের পরিবার।

মঙ্গলবার (৫ই অক্টোবর) দুপুরে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম শহিদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা শহিদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম 'শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন' প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সাক্ষাতে শহিদ আবু সাঈদের বড়ো ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন


 

Link copied