ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৬৫ টাকা কমেছে। সে হিসাবে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম মূসকসহ এক হাজার ২৯৭ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৩২ টাকা করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে ভার্চুয়াল অনুষ্ঠান থেকে এলপিজির এ নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
ভার্চুয়াল অনুষ্ঠানে বলা হয়, জানুয়ারি মাসের জন্য এলপিজির (১২ কেজি) দাম এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ডিসেম্বর মাসে এই দাম ছিল এক হাজার ২৯৭ ও নভেম্বরে ছিল এক হাজার ২৫১ টাকা।
বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, গত মাসে বিশ্ব বাজারে প্রোপেনের দাম ৬৫০ ডলার ছিল, যেটি কমে ৫৯০ ডলারে নেমেছে।
একইসঙ্গে কমেছে বিউটেনর দামও।