আর্কাইভ  শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫ ● ৬ পৌষ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
বিদ্রোহী নজরুলের পাশে সমাহিত বিপ্লবী হাদি

বিদ্রোহী নজরুলের পাশে সমাহিত বিপ্লবী হাদি

কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন

কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন

ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত

ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো : প্রধান উপদেষ্টা

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো : প্রধান উপদেষ্টা

ডিমলায় নিয়োগ প্রতারণার মামলায় গ্রেপ্তার প্রধান শিক্ষক

শনিবার, ৬ মে ২০২৩, রাত ০৮:৩২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলায় এক পদে দুই শিক্ষককে নিয়োগ দেওয়ার প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। শুক্রবার(৫ মে) সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শনিবার(৬ মে) দুপুরে আদালতে পাঠালে এসময় আদালতের বিচারক ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে উপজেলার নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক পদে নিয়োগ পান রুস্তম আলী। একই বছর প্রধান শিক রফিকুল ইসলাম মোটা অঙ্কের অর্থ হাতিয়ে জালিয়াতির মাধ্যমে ওই পদে বিকাশ চন্দ্র নামের অপর একজনকে নিয়োগ দিন। এরপর রুস্তম আলী ২০১৯ সালে এমপিওভুক্তির জন্য অধিদপ্তরে আবেদন করলে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্রের নামেও এমপিওভুক্তির আবেদন পাঠান। এক পদে দুই শিক্ষকের আবেদনের অভিযোগ হওয়ায় অধিদপ্তর স্থগিত করে তাদের এমপিওভুক্তি।
ভুক্তভোগী শিক রুস্তম আলী বলেন, সামাজিক বিজ্ঞান বিষয়ে সহকারী শিক পদে ওই প্রতিষ্ঠানে ২০১৫ সালে নিয়োগ পাই। এরপর প্রধান শিক জালিয়াতি করে একই পদে আরেকজনকে নিয়োগ দেখান। ২০১৯ সালে অধিদপ্তরে এমপিওভুক্তির জন্য আমি আবেদন করলে প্রধান শিক্ষক অপরজনেও আবেদন পাঠান (এমপিওভুক্তির)। বিষয়টি জানার পর প্রধান শিকের কাছে জানতে চাইলে তিনি আমার এমপিও এনে দেবেন বলে জানান। কিন্তু আজও আমাকে এমপিওভুক্ত করা হয়নি। 
এঘটনায় রুস্তম আলী প্রতারণার অভিযোগ এনে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সায়েদুল ইসলাম এবং কমিটির অপর একজন সদস্যসহ তিন জনের নামে আদলতে মামলা দায়ের করেন। আদালত ডিমলা থানা পুলিশকে মামলাটি রেকড করার নির্দেশ দেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লাইছুর রহমান বলেন, আদালতের নির্দেশে ৪ মে থানায় মামলাটি রেকড করে প্রধান শিক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। 

মন্তব্য করুন


Link copied