আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, রাত ০৯:১০

Advertisement Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলার সেনপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া আবু রায়হান ইসলাম ওয়াসিম (১৭) নামে বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানী পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেয়া হয়। পরে বিজিবি ওই কিশোরকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।  
সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এর নো ম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে ৪৬ ব্যাটালিয়নের ভাটপাড়া কোম্পানী কমান্ড্যান্ট সুখদেব সিং ও বিজিবির পক্ষে ভিতরগড় কোম্পানী কমান্ডার সুবেদার দারাজ উদ্দিন নেতৃত্ব দেন।

বিজিবির টোকা পাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। বিএসএফ ওই কিশোরকে হাত পা সহ শরীরের বিভিন্নস্থানে মারপিট করেছে। আঘাতের চিহ্ন দেখা গেছে কিশোরের গায়ে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার দুপুরে বিজিবি ওই কিশোরকে থানায় নিয়ে আসেন। বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

উল্লেখ্য, গত বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা। আটক কিশোর ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে।

মন্তব্য করুন


Link copied