আর্কাইভ  শনিবার ● ১২ জুলাই ২০২৫ ● ২৮ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১২ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

নীলফামারীতে ৮ বছর পর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন॥ নতুন কমিটি গঠন সভা মূলতবি

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, রাত ০৮:০২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮ জুলাই) দুপুর ১টার দিকে জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। 
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র চক্রবর্তী সঞ্চালনায় সম্মেলনের সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য সাবেকমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। 
শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গিতা ও বাইবেল পাঠ করা হয়। 
উদ্বোধকের বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, আমরা সারা বাংলাদেশকে সেচ্ছাসেবক লীগকে একটি মডেল হিসেবে দাড় করাতে চাই। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ মাঠ পর্যায়ে কাজ করে আবারো নৌকাকে বিজয় করবে। এ সময় তিনি সম্মেলন সফল করার জন্য সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে আঃলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি কখনোই মতায় আসতে পারবে না। এদেশের জনগণ বুঝে গেছে কারা স্বাধীনতার পক্ষে আর কারা বিপক্ষে। বিএনপি এদেশে ভোট ডাকাতির নজির স্থাপন করেছে! জিয়াউর রহমান হ্যাঁ না ভোট করেছে, খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচন করে জনগনের ভোটাধিকার হরণ করছে! বিএনপি ভোট ডাকাতি করে দেশে বিদেশে ভোট ডাকাত হিসেবে চিহ্নিত হয়েছে! মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে যদি বিএনপি আবারও ভোট বান চালের চেষ্টা করে তাহলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে তা শক্ত হাতে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানান। 

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, বাংলাদেশের ৪ বারের সফল প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা জনগনের সেবক! শাসক নয়! সেবার মধ্য দিয়ে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয়তা দিয়েই আগামী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকা জয় লাভ করবে। 

সম্মানিত অতিথি বক্তব্যে রাখেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কাজ করে মানুষের জন্য জনগণের জন্য। করোনার সময়ও কেন্দ্রীয় নিদের্শনায় নীলফামারীতে অসহায়দের কাছে ত্রাণ, অসুস্থদের জন্য অক্সিজেন-এম্বুলেন্স সেবা প্রদান, করোনা টিকার সময় বিনামূল্যে রেজিস্টেশন ও কার্ড বিতরণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে দিনরাত অকান্ত পরিশ্রম করছেন। সরকারের সফলতার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, মোহাম্মদ আারিফুর রহমান টিটু, সদস্য রাজিবুল হাসান, কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য মজিনুর রহমান মজনু প্রমুখ। 

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। 
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন পদপ্রার্থী ছিলেন। এসময় সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৮ জন পদপ্রার্থী প্রার্থীতা তুলে নেন। সভাপতি পদে ৫জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী থাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় পরামর্শ করে কমিটি ঘোষনা করবেন বলে জানান। 
উল্লেখ যে, ২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার সংগঠনটির দ্বিতীয় বারের ন্যায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার। সম্মেলন ৪৫০জন কাউন্সিলর এবং ৯০০ জন ডেলিগেট অংশ নেয়। 

মন্তব্য করুন


Link copied