আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

পরবর্তী এশিয়া কাপের ভেন্যু কোথায়?

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, বিকাল ০৭:৫০

Advertisement

নিউজ ডেস্ক: ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর ২টায় শুরু হয়ে বিকেলেই শেষ হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক।

প্রথমে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তির কারণে সভাটি অনিশ্চয়তার মধ্যে পড়লেও শেষ পর্যন্ত সব ২৫ সদস্য দেশই অংশ নেয়। ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হলেও আলোচনায় সক্রিয় ভূমিকা রাখেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে এসিসি সভাপতি মোহসিন রেজা নাকভি বলেন, “আলহামদুলিল্লাহ, এজিএম মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্ব ও আতিথেয়তার প্রশংসা করছি।”

নাকভি আরও বলেন, “আমরা ক্রিকেটের উন্নয়নে একযোগে কাজ করতে চাই। এসিসি রাজনীতিমুক্ত রাখার পক্ষেই আমরা সবাই একমত। এশিয়া কাপের দিন-তারিখ নির্ধারণে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই তা ঘোষণা করা হবে।”

এবারের এশিয়া কাপ আয়োজন করবে ভারত, তবে ভেন্যু ও সূচি এখনো চূড়ান্ত নয়। এসিসি প্রধান জানান, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও সিদ্ধান্ত আসছে শিগগিরই।

২০২৭ সালের এশিয়া কাপ নিয়েও আলোচনা হয়েছে সভায়। এ বিষয়ে নাকভি বলেন, “আমি এবং আমিনুল ভাই কিছু বিষয় একসাথে সমাধান করব। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানানো হবে।”

বিসিবি সভাপতি বুলবুল বলেন, “এই সভা প্রমাণ করেছে— নেতৃত্ব, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টাই বড়। আমরা ক্রিকেটের স্বার্থেই কাজ করছি।”

ভার্চুয়ালি হলেও সকল সদস্য দেশের অংশগ্রহণ এবং আলোচনা সফল হওয়ায় এসিসির মধ্যে ঐক্যের বার্তাই এসেছে এজিএম থেকে। এখন শুধু অপেক্ষা আসন্ন এশিয়া কাপের আনুষ্ঠানিক ঘোষণার।

মন্তব্য করুন


Link copied