আর্কাইভ  রবিবার ● ১১ মে ২০২৫ ● ২৮ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১১ মে ২০২৫
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

যুদ্ধের দামামা
বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

রাবির ছাত্রী হলে অবরুদ্ধ হলেন ছাত্র উপদেষ্টা

বুধবার, ১ মার্চ ২০২৩, রাত ০৮:০৬

Advertisement

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদারকি করতে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরকে হলের অভ্যন্তরে অভিযুক্ত শিক্ষার্থীসহ তার বিভাগ ও সহপাঠীরা অবরুদ্ধ করে।

বুধবার (১ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে মূল ফটকে তালাবদ্ধ করে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, নুরুন্নাহার দোলন (অভিযুক্ত) শিক্ষার্থীর উপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন তা যথাযথভাবে সঠিক হয়নি। আমরা এ সিন্ধান্তকে মানবো না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার এমন পক্ষপাতিত্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য তার পদত্যাগ চান অভিযুক্ত শিক্ষার্থীরা।

এদিকে নির্যাতিত ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া সুলতানার বিভাগের শিক্ষার্থীরা হলের এক পাশে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের আস্থা রয়েছে। ভুক্তভোগী দোলন আমাদের বান্ধবীকে যেভাবে নির্যাতন করেছেন তার সঠিক তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাসহ হলের আবাসিক শিক্ষকরা কাজ করছে। ছাত্র উপদেষ্টাকে বের না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে কোনো অন্যায় করেনি। আমরা ভুক্তভোগী দোলনের বিচার চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনে হলে যাচ্ছি। বিষয়টি নিয়ে আমরা বসবো। ঘটনা শুনে তারপর সিদ্ধান্ত নিবো।

উল্লেখ্য, রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের এক শিক্ষার্থীকে ৭দিন যাবত মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই হলের দোলন নামের এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এদিকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) ভর্তি করা হয়। তিনি বর্তমানে রামেকের ১৫ নং ওয়ার্ডে ভর্তি আছে।

মন্তব্য করুন


Link copied