আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

শাড়ির সঙ্গে কেমন শীত পোশাক পরবেন

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫, রাত ০৮:২৪

Advertisement Advertisement

রকমারি ডেস্ক : শীত এলেই শুরু হয় বিভিন্ন অনুষ্ঠানের ধুম। বিয়ে থেকে শুরু করে মেহেদি, হলুদ, রিসেপশন, পার্টিসহ আরো কত কী। বিয়ে ছাড়াও এই সময়ে অন্যান্য অনুষ্ঠানের পরিমাণও বেড়ে যায়। তাই শীত হলো এক উৎসবের সময়।

এ সময় ঘিরে সবার থাকে বিশেষ প্রস্তুতি। তবে শীতের সময় ঝক্কি-ঝামেলাও কম পোহাতে হয় না মেয়েদের। কারণ ঠাণ্ডার মধ্যে নিজের সাজসজ্জা ঠিক রাখবেন নাকি শীত থেকে নিজেকে রক্ষা করবেন- এই ভেবে অনেকেই কুল খুঁজে পান না।

বিশেষ করে শাড়ি পরলে ঝামেলা আরো বাড়ে।

তবে একটু বুঝেশুনে পোশাক বাছাই করলে আপনি শীত থেকেও বেঁচে যাবেন, আবার ফ্যাশনটাও রক্ষা পাবে। শীতে কেমন পোশাক পরবেন, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

 

ব্লেজার

বর্তমানে ফ্যাশনের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্লেজার।

এটি শীতের সঙ্গেই যেন জড়িয়ে থাকা এক পোশাক। ইদানীং শাড়ির সঙ্গে ব্লেজার পরার ট্রেন্ড দেখা যাচ্ছে।

শাড়ির সঙ্গে যদি ব্লেজার পরতে চান, তাহলে এমব্রয়ডারি কিংবা প্যাচওয়ার্ক করা ব্লেজারই বেছে নিতে হবে। টুকরো টুকরো বিভিন্ন রঙের কাপড়ের ব্যবহার করে প্যাচওয়ার্ক করা হয়। এক্ষেত্রে প্যাচওয়ার্ক করা ব্লেজারকে রঙিন দেখাতে ভিন্ন ভিন্ন কাপড় ব্যবহার হয়।

তাই শীতকালীন যেকোনো অনুষ্ঠানে প্যাচওয়ার্ক করা ব্লেজার বেছে নেওয়া যেতে পারে।

 

ভিন্নতা নিয়ে আসলে চাইলে ফুল, লতাপাতা, পাখি ইত্যাদির এমব্রয়ডারি করা ব্লেজার বেছে নিতে পারেন। এতে শাড়ি ও ব্লেজারে আপনি হয়ে উঠবেন নান্দনিক।

পার্টির জন্য স্টোন দিয়ে তৈরি হয় নানা রকমের ব্লেজার। এখানে ফিটিং খুব গুরুত্বপূর্ণ। মাপ ঠিকঠাক না হলে বিপদ! দেখা গেল এমন আঁটসাঁট হয়েছে যে বিয়ে বা পার্টিতে গিয়ে ফিটিং আপনাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।

হাইনেক সোয়েটার

শাড়ির সঙ্গে হাইনেকের সোয়েটারও বেশ ভালো মানায়। সেক্ষেত্রে শাড়ির আঁচল ভাঁজ করে রাখুন, দেখতে ভালো লাগবে। বেছে নিতে পারেন এক রঙা কোনো শাড়ি ও কালারফুল হাইনেক সোয়েটার। এ ছাড়া বিভিন্ন নকশার সোয়েটার অনায়াসে শাড়ির ওপর চাপাতে পারেন। এতে সবার নজর আপনার সোয়েটারের দিকেই থাকবে। 

কটি

বর্তমানে শাড়ির ওপর কটিও চলছে বেশ। এটি আপনার লুকে নিয়ে আসবে ভিন্নতা। লং প্যাটার্নের কটি তাই পরতে পারেন শাড়ির সঙ্গে। ভিন্ন ভিন্ন নকশার কোন কটিতে আপনার শাড়ির সঙ্গে যায়, সেটি মিলিয়ে নিলেই সৌন্দর্যে শোভা বাড়াবে।

শাল

একটা বিষয় মানতেই হবে যে শাড়ির সঙ্গে সবচেয়ে বেশি মানায় শাল। অনেকের কাছেই একঘেয়ে মনে হয় বলে শাড়ির সঙ্গে শাল পরতে চান না। কিন্তু শালেও এখন এসেছে নানা বৈচিত্র্য। শালের ওপরও আজকাল করা হচ্ছে ভারী এমব্রয়ডারি কিংবা নকশি কাঁথার কাজ।

এ ছাড়া নতুন সব নকশা করা হচ্ছে খাদি শালে। চুমকি ও পুঁতির কাজ করা শালও রয়েছে। রয়েছে প্যাচওয়ার্কও। সাধারণ কোনো সুতির শাড়ির সঙ্গে প্যাচওয়ার্ক করা শাল বেশ মানিয়ে যায়। অনুষ্ঠানের জন্য অনেকে বেছে নিচ্ছেন ভেলভেট শাল। এতে যুক্ত করা হয় টার্সেল।

অনেকেই মনে করেন শাড়ির সঙ্গে শীত পোশাক পরলে সাজ নষ্ট হয়ে যাবে বা নিজেকে ভালো মানাবে না। এ কারণে শীত সহ্য করে শীত পোশাক এড়িয়ে যান। কিন্তু নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হলে যেকোনো পোশাক আপনাকে মানাবে। শুধু জানতে হবে কায়দা করে পরা।

মন্তব্য করুন


Link copied