নিউজ ডেস্ক ; বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংবিধান বাতিল এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়। তবে ভবিষ্যতে যদি সুযোগ ও সময় আসে, তখন জাতি বিষয়টি ভেবে দেখতে পারে।’
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তরুণরা আবেগপ্রবণ। তাদের নিজস্ব আকাঙ্ক্ষা এবং দৃষ্টিভঙ্গি থেকে তারা এমন কথা বলেছে। তবে বাস্তবতা হলো, এই মুহূর্তে সংবিধান বাতিল সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি সময় ও প্রেক্ষাপট তৈরি হয়, তখন জাতির বিবেচনায় বিষয়টি আসতে পারে। তবে বর্তমানে তা বাস্তবসম্মত নয়।