ক্রীড়া ডেস্ক : বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে ব্যান্ড দল অ্যাভয়েড রাফার পরিবেশনা দিয়ে শুরু হয় আয়োজন। এরপর কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে ভূমি এবং বেসামরিক বিমান পর্যটন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিটের শোক পালিত হয়।
নিজর বক্তব্য এরপর বিপিএলের আসন্ন আসরের অগ্রগতি এবং বিসিবি ও সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন আসিফ। নতুন বাংলাদেশে নতুন এক বিপিএলের প্রত্যাশা রাখছেন তিনি। পাশাপাশি বিসিবিকে ধন্যবাদ দেন।
আসিফ মাহমুদ বলেন, 'আপনারা জানেন নতুন বাংলাদেশে সংস্কারের কাজ চলছে। সংস্কারের অংশ হিসেবে বিপিএলেও থাকছে নতুনত্ব। জুলাই বিপ্লবকে ধারণ করে ইতোমধ্যে মাসকট তৈরি করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টাও পরামর্শ দিয়েছেন বিপিএল কীভাবে সুন্দর করা যায় তা নিয়ে। বিসিবি অনেক কাজ করেছে এটা নিয়ে। আজকের এই কনসার্ট এরই অংশ। এজন্য বিসিবিকে ধন্যবাদ। আশা করি, মাঠে খুব সুন্দর খেলা উপভোগ করতে পারব আমরা।'