আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

উইকেট হারানোর মিছিলের মাঝে শান্তর ফিফটি

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:০৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  চ্যাম্পিয়নস ট্রফির ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে ভালো শুরু পর দ্রুতই চার উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। একপ্রান্ত আগলে ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। শুরুতে কিছুটা ধুঁকতে থাকেন টাইগার অধিনায়ক। তবে এরপর রানের গতি বাড়াতে থাকেন তিনি।

অন্যদিকে বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। উদ্বোধনী জুটিতে ৪৫ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে ২৪ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার।

তানজিদ তামিমের বিদায়ের পর ক্রিজে এসে ভালো শুরু পর আউট হন মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে ১৩ রান করা মিরাজ উইল ও’রুর্কের বলে মিড–অনে ক্যাচ দেন মিচেল স্যান্টনারকে।

এরপর আগের ম্যাচে সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। তবে সুবিধা করতে পারেননি হৃদয়। দলীয় ১০৫ রানে ২৪ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

এই ম্যাচ ব্যর্থ হন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ৫ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরই মাঝে একপ্রান্ত আগলে রেখে ৭১ বলে ফিফটি তুলে নেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছেন 

মন্তব্য করুন


Link copied